Press conference was held today on this occasion of 'SAFF U-19 Women's Championship 2021' Final

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তন্তাবধানে 'সাফ অ-১৯ ওমেন চ্যাম্পিয়নশীপ ২০২১" এর ফাইনাল খেলা আগামী ২২ ডিসেম্বর ২০২১ তারিখ কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় স্বাগতিক বাংলাদেশ বনাম ভারত অ-১৯ মহিলা জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে অংশগ্রহণকারী দলের প্রধান প্রশিক্ষক ও অধিনায়ক এর উপস্থিতিতে অদ্য ২১ ডিসেম্বর ২০২১ তারিখ বেলা ২.৩০ ঘটিকায় বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত অ-১৯ মহিলা জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক Mr. Alex Mario Ambrose ও খেলোয়াড় Sumati Kumari এবং বাংলাদেশ অ-১৯ মহিলা জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক Mr. Golam Rabbani Choton ও খেলোয়াড় Maria Manda


'SAFF U-19 Women's Championship 2021' is being held from 11 to 22 December 2021 at Bir Sherestha Shaheed Shipahi Mostafa Kamal Stadium in Kamalapur, Dhaka. The competition is managed by the South Asian Football Federation (SAFF) and overseen by the Bangladesh Football Federation. Bangladesh and India U-19 women's national football team will face in the final match of the tournament. On this occasion, a press conference was held today at 2:30 pm in the conference room on the 3rd floor of the BFF building.

The head coach Mr. Alex Mario Ambros of India U-19 women's National Football Team and player Sumati Kumari was present at the press conference. Also head coach of Bangladesh U-19 women's national football team Golam Rabbani Choton and player Maria Manda were present in the press conference.
Previous Post4th meeting of the local organizing committee was held today ahead of the 'SAFF U-19 Women's Championship 2021'
Next PostBangladesh National Football Team were financially rewarded by BFF Honorable President | Bangabandhu SAFF Championship 2023